প্রথমেই বলে নেই কার্বলিক এসিডে সাপের উপদ্রব কমাতে শোনা গেলেও এর কার্যকারিতা প্রমাণিত নয় তাই এর পিছনে অযথা অর্থ ব্যয় করবেন না। এই ক্ষেত্রে ব্লিচিং পাউডার ব্যবহার করে পোকামাকড়ের উপদ্রব কমানো হলে ঘরে অন্যান্য প্রাণীর প্রবেশ ও কমে আসবে। এতে করে সাপের উপদ্রব ও ঘরে সাপের প্রবেশ কমে আসবে অনেকটা।
ঘর পরিষ্কার রাখুন। বইপত্র পুরনো জিনিসপত্র গাদাগাদি করে রাখবেন না।
ঘর যেন ভেজা স্যাতঁসেঁতে না থাকে খেয়াল রাখবেন। স্টোর রুম থাকলেও সাপেড় আবাস্থল যেন হয়ে না পড়ে সেইদিকটা খেয়াল রাখতে হবে।
ঘরের মেঝেতে খাবারের উচ্ছিষ্ট ফেলে রাখবেন না।খাদ্য শস্য ঘরে খোলা অবস্থায় মজুদ করবেন না যাতে করে ইঁদুর যেন আসতে না পারে। হাঁস-মুরগি (গৃহপালিত কিছু প্রানী) ঘরে রাখবেন না।
ঘরে ইঁদুর,চিকা ইত্যাদি প্রাণীর প্রবেশ বন্ধ করুন। ঘরে কোন গর্ত কিংবা ফাটল থাকলে ভরাট করে ফেলুন।
ইট কাঠের টুকরো লাকড়ি একটু উঁচু জায়গায় রাখুন সম্ভব হলে বাড়ির পাশ থেকে একটু দূরে। স্তূপ আকারে রাখবেন না, গাদাগাদি করে রাখবেন না যেন সাপ অবস্থান নিতে না পারে।
বাড়ির ময়লা আবর্জনা খোলা জায়গায় স্তূপ করে রাখবেন না। একটু দূরে কোন ড্রাম কিংবা ডাস্টবিন এ রাখার চেষ্টা করবেন পুড়িয়ে ফেলবেন না হয় ভালো করে একটু সাবধানে মাটিতে পুঁতে ফেলবেন।
কোন গাছের নিচে ময়লা আবর্জনা ইটের স্তুূপ করবেন না।
উচু ঘাস ও ঝোপঝাড় জঙ্গল থাকলে পরিষ্কার করে রাখবেন সবসময়। এতে করে সাপ এসব স্থানে লুকিয়ে অবস্থান নিতে পাড়বে না।
প্রতিরোধে ব্যর্থ হলে সর্বশেষ নেট ঘেরাও করে ব্যবহার করতে পারেন সাপ আটকালে পরীবর্তে আমাদের ০১৯০৮৩১৩২৪৯ ইনফর্ম করতে পারেন।
কিছু পরামর্শ
রাতে রান্নাঘর ও টয়লেটে যেখানেই যান না কেন আলো ব্যবহার করে দেখেশুনে চলতে হবে অবশ্যই।
নিচে ফ্লোরে ঘুমানো যাবে না অবশ্যই অবশ্যই রাতে ভালো করে মশারী গুজে দিয়ে ঘুমাতে হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ সাপে কাটলে কিংবা কিছু কামড় দিয়েছে এমনটা মনে হলেও সাথে সাথে সময় নষ্ট না করে নিকটবর্তী হাসপাতালে ডা. এর শরণাপন্ন হবেন। কারো কথায় কিংবা পরামর্শে অবহেলায় নিজে ও পরিবারের সদস্যদের জীবন ঝুঁকিতে ফেলবেন না।
ধন্যবাদ।

এই কথা গুলো হয়তো বার বার বলেই যাচ্ছি আমি কেবল আপনাদের সচেতনতার জন্য এবং আপনারা যেন অন্যদের সচেতন করতে পারেন।যত দ্রুত সময়ে দেশের মানুষ জানবে সচেতন হবে তবেই সর্প দংশনের দুর্ঘটনা কমে আসবে। সাপের কামড়ে আর একটি প্রাণ ও যেন না যায় সেই কামনা করি আল্লাহর কাছে।
হয়তো একটু সময় নষ্ট হবে ঝামেলা পোহাতে হবে তাই বলে অবহেলা করবেন না পরে সময় অতিবাহিত হয়ে গেলে সেই মূল্যবান সময়ের জন্য যেন আফসোস করতে না হয়। তাই একটু সচেতন হই সতর্ক থাকি।
